বন্ধ ব্যস্ততম রাস্তা ভোগান্তির শিকার স্কুলের ছাত্র ছাত্রী থেকে কয়েক হাজার নিত্যযাত্রী,জানুন কোথাকার এই সমস্যা!!
ব্যস্ততম রাস্তার ব্রিজ বন্ধ থাকার বলে ভোগান্তির শিকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কয়েক হাজার এই রাস্তা ব্যবহারকারী, নিত্যযাত্রী ,সাহুডাঙ্গীর ক্যান্যাল ব্রীজ বন্ধ থাকবে প্রায় দুই বছর। পুনরায় নতুন করে ব্রিজ নির্মাণ করা হবে সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ক্যানেল ব্রিজ।
ব্রিজ বন্ধের ফলে সমস্যায় পরেছে স্থানীয় ব্যবসায়ী সহ টোটো এবং গাড়ি চালকেরা। কেনেল মোড় থেকে ২কিলোমিটারের মধ্যে রয়েছে হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় সহ সাহুডাঙ্গী বাজার ।ব্রিজ বন্ধ হওয়ার কারণে স্কুল পড়ুয়া দের স্কুলে এবং বিভিন্ন এলাকার থেকে যাত্রীদের প্রায় ৭ কিলোমিটার ঘুরে সাহুডাঙ্গি বাজারে যেতে হচ্ছে। তবে এই ব্রিজ শুধু এই এলাকার জন্যই নয়, বেলাকোবা, আমবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে প্রত্যেক দিন কয়েক হাজার যাত্রী শিলিগুড়ি যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে ফলে তাদেরও অনেকটাই হয়রানির স্বীকার হতে হবে।
এই বিষয়ে জলপাইগুড়ি,পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রবীন সিং বলেন, এই ব্রিজ টি পুনরায় নতুন করে নির্মাণ করতে সময় লাগবে প্রায় দু’বছর। পূর্ত দপ্তরে তহবিল থেকে ব্রিজ তৈরি হচ্ছে তিস্তা ক্যানেলের উপরে। ১৮ কোটি টাকা ব্যয় তৈরি হবে এই ব্রীজ। ব্রীজ অ্যাপ্রোচ রোড মিলে লম্বা ৭৬মিটার। চওড়া হবে ১০.৫০মিটার। তবে আমরা চেষ্টা করব যাতে দু বছরের আগেই কাজ শেষ করা যায়। সোমবার থেকে কাজ শুরু করা হয়েছে।