এই ছোট্ট মেয়ে সাফল্যে খুশি গোটা দার্জিলিং!!
এবার সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় দার্জিলিংয়ের জয়শ্রী প্রধান সর্বকনিষ্ঠ পরীক্ষার্থীর রেকর্ড করে, এই খবর ছড়িয়ে পড়ার ফলে আনন্দে দার্জিলিংবাসী।
গতকাল প্রকাশিত হয়েছে ২০২৪-এর সর্বভারতীয় UPSC পরীক্ষার ফল। আনন্দের খবর, দার্জিলিংয়ের জয়শ্রী প্রধান মেধাতালিকায় ৫২ নম্বর স্থান পেয়েছেন। দেশের কঠিনতম পরীক্ষার্থী হিসেবে সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের মেয়ে জয়শ্রীর এই সাফল্যে আনন্দে ভারতে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার সকলেই।