খড়িবাড়িতে অভিযান চালিয়ে সাফল্য পেল আবগারি দপ্তর!


বড় সাফল্য পেল আবগারি দপ্তরের কর্মীরা, নকল মদের কারবারের বিরুদ্ধে অভিযান চালালো আবগারি দপ্তর।বিপুল পরিমাণে উদ্ধার হয় মদ তৈরির সরঞ্জাম ও কাঁচা স্পিরিট।
মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার অন্তর্গত গুয়াবাড়ি এলাকায় একটি বাড়িতে যৌথভাবে অভিযান চালায় নকশালবাড়ি আবগারি দপ্তর এবং জলপাইগুড়ি আবগারি ভিডিশন ও শিলিগুড়ি সার্কেলের আধিকারিকেরা।সেখান থেকে উদ্ধার হয় ৫০০ লিটার কাঁচা স্পিরিট সহ নকল মদ তৈরির একাধিক সামগ্রী।  

উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লক্ষ টাকা।ঘটনায় ঝাড়ু সিংহ নামে এক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা গিয়েছে।বর্তমানে সেই ব্যক্তি পলাতক।তার খোঁজ শুরু করেছে আবগারি দপ্তর।আবগারি দপ্তর সূত্রে জানা যায় আগামী দিনে এই ধরনের অভিযান লাগাতার চলবে খড়িবাড়ি ব্লক জুড়েই। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন