এয়ারপোর্টে নেমেই আহতদের দেখতে সোজা চলে গেলেন নার্সিংহোমে অভিষেক,সারাক্ষণের সফর সঙ্গী রাজগঞ্জের বিধায়ক।


গতকালের ময়নাগুড়ির বিধ্বংসী ঘূর্ণিঝড়ে আহত হয় দুই শতাধিক সাধারণ মানুষ,প্রাণ হারায় পাঁচ জন । আহতদের মধ্যে বেশ কয়েকজন ভর্তি হয় শিলিগুড়ির এক নার্সিংহোমে। এই নিয়ে আজ উত্তরবঙ্গে আসেন তৃনমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক ব্যানার্জি, আহতদের শিলিগুড়ির ওই বেসরকারি নার্সিংহোমে দেখতে যান।বাগডোগরা এয়ারপোর্ট এ নেমে সোজা নার্সিংহোম এর উদ্দেশ্যে বের হন অভিষেক। নার্সিংহোমে আহতদের সাথে কথা বলেন, খোঁজখবর নেন এবং চিকিৎসায় যাতে কোন অসুবিধা না হয় নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এ ব্যাপারে। আর নার্সিংহোমে কর্তৃপক্ষের  সাথে কথা বলা থেকে শুরু করে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার, সাংবাদিকদের সাথে মুখোমুখি হওয়া পর্যন্ত অভিষেকের  সারাক্ষণের সঙ্গী ছিলেন রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায়। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন