প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার আগেই ঘটলো ভয়ঙ্কর ঘটনা, গুরুতর অবস্থায় হসপিটালে সাতজন বিজেপির কর্মী!!Before going to the Prime Minister's meeting, a terrible incident happened, seven BJP workers in the hospital in critical condition!!


জলপাইগুড়ির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার পথে  দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ১৭ জন বিজেপির সমর্থক। তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
সূত্র মারফত জানা যায় রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি এলাকা থেকে একটি ছোট চার চাকার গাড়িতে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক মোদির সভায় যাচ্ছিলেন। পথে বোধাগঞ্জ ও রংধামালীর মাঝে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর ফলেই আহত হয় বিজেপির ওই সমর্থকরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন