রাজগঞ্জে ফের এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারালেন 64 জন শ্রমিক 64 workers lost their jobs due to the closure of another tea garden in Rajganj




রাজগঞ্জ ২৩ এপ্রিলঃ আবারো বন্ধ হয়ে গেল আর রাজগঞ্জের একটি চা বাগান। কর্মহীন হয়ে পড়লেন ৬৪ জন শ্রমিক। রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের সাওদা ভিটার প্রণবানন্দ এগ্রো স্টোরেস প্রাইভেট লিমিটেড নামে চা বাগানটিতে ওয়ার্ক অফ সাসপেন নোটিশ ঝুলিয়ে দেয় বাগান কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে গিয়ে বাগান বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রমিকরা। চা-বাগানের শ্রমিক তফিজুল হক, বলেন কোন রকম আলোচনা না করে অন্যায় ভাবে বাগান কর্তৃপক্ষ বাগান বন্ধের নোটিশ দিয়েছেন। অবিলম্বে বাগানখোলা না হলে তারা নিজেরাই বাগান পরিচর্যা করে পাতা তুলে নিবেন।  চা বাগান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোশারফ হোসেন। তিনি বলেন,এর বিরুদ্ধে রাজগঞ্জ থানার আইসি,ডিএলসি, বিডিও সহ সমস্ত জায়গায় জানানো হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন