ব্লক সভাপতির হাত ধরে মান্দাদাড়ির শিমুলগুরিতে 33 টি পরিবার যোগ দিলেন তৃণমূলে। 33 families joined the Trinamool in Mandadari Shimulguri holding the block president's hand.


রাজগঞ্জ:মান্দাদারির শিমুলগুড়িতে  তৃণমূল কংগ্রেসে যোগদান । লোকসভা নির্বাচনের বাকি আর কয়েকটা দিন। চলছে জোর কদমে প্রচারের পাশাপাশি যোগদান পর্ব। 
রবিবার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি এলাকায় সিপিএম সহ অন্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে ৩৩টি পরিবার যোগদান করেন। এদিন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি হাত ধরে এই যোগদান করা হয়।  
উল্লেখ, গতকাল একই এলাকায় সিপিআইএম সহ অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করে। আজ সেই এলাকাতেই পালটা যোগদান কর্মসূচি করেন তৃণমূল কংগ্রেস। সেখানে প্রায় ৩৩ টি পরিবার যোগদান করে। 

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, আজ এই শিমুলগুড়ি এলাকায় ৩৩ টি পরিবার এই যোগদান করলো। এই যোগদান লোকসভার আগে বাড়তি অক্সিজেন। আগামীতে এই এলাকার আরো বেশকিছু পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করবে বলে জানান তিনি।আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মান্দাদারি অঞ্চল সভাপতি ললিত রায়,এলাকার প্রধান অর্চনা রায়,জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার,তুষার কান্তি দত্ত ,সমাজসেবী মলয় রায়,মোশারফ হোসেন, ছোটন গোপ সহ তৃণমূলের কর্মী ও সমর্থক রা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন