জেলা চেয়ারম্যান ও সভাপতির হাত ধরে ১৬০টি পরিবার তৃণমূলে যোগদান,এর ফলে রাজগঞ্জে আরো শক্তিশালী তৃণমূল!!160 families joined the Trinamool by the hands of the district chairman and president, as a result of which the Trinamool is stronger in Rajganj!!


১৬০ টি পরিবার জেলা চেয়ারম্যান ও সভাপতির হাত ধরে রাজগঞ্জে ফের তৃণমূল কংগ্রেসে যোগদান ,লোকসভা ভোটের আগে শক্তি বৃদ্ধি তৃণমূলের।
মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লালস্কুল বালাবাড়ি এলাকায় যোগদান সভা ও পথসভা করা হয়।এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে ১৬০টি পরিবার অর্থ্যাৎ প্রায় ৪৮০ জন তৃণমূলে যোগদান করেন।
এদিন যোগদানের সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য সুনীল সরকার,রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার দত্ত, সন্ন্যাসীকাটা অঞ্চল সভাপতি রৌশন হাবিব, গ্রামপঞ্চায়েতের প্রধান রুবা খানুম, রনবীর মজুমদার সহ অন্যান্যরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন