জেলা চেয়ারম্যান ও সভাপতির হাত ধরে ১৬০টি পরিবার তৃণমূলে যোগদান,এর ফলে রাজগঞ্জে আরো শক্তিশালী তৃণমূল!!160 families joined the Trinamool by the hands of the district chairman and president, as a result of which the Trinamool is stronger in Rajganj!!
১৬০ টি পরিবার জেলা চেয়ারম্যান ও সভাপতির হাত ধরে রাজগঞ্জে ফের তৃণমূল কংগ্রেসে যোগদান ,লোকসভা ভোটের আগে শক্তি বৃদ্ধি তৃণমূলের।
মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের লালস্কুল বালাবাড়ি এলাকায় যোগদান সভা ও পথসভা করা হয়।এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে ১৬০টি পরিবার অর্থ্যাৎ প্রায় ৪৮০ জন তৃণমূলে যোগদান করেন।