চা শ্রমিকদের দুর্দশা ঘোচাতে এবার কে এলেন চা বাগানে !!
আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সি পি আই ( এম) প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অধিন ভান্ডিগুড়ি চা বাগানে শ্রমিকদের মধ্যে নিবিড় প্রচার করলেন সোমবার সকালে।
বাম প্রার্থী অভিযোগের সুরে বলেন কেন্দ্র রাজ্য কেউ কথা রাখেনি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু হয়নি, জমির পাট্টার নামে পাঁচ ডেসিমেল জমি দিয়ে কর্পোরেটদের হাতে চা বাগান তুলে দিতে চাইছে রাজ্য সরকার।
হয়নি।
কেন্দ্র ও রাজ্য দুই সরকার প্রতারণা করেছে,
তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে চা শ্রমিকরা।