মন্থনীর চা বাগানে ওটা কি!মৃতদেহের খবর ছড়িয়ে পড়তে গ্রামবাসীদের চোখ যেন ছানাবোড়া!!What is that in Manthani's tea garden? Villagers' eyes are wide as the news of the dead body spreads!!


চা বাগানে চিতা বাঘের মৃত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা সংলগ্ন মন্থনির এক নম্বর প্রধানপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মন্হনির প্রধান পাড়া এলাকার এক চা বাগানে কাজ করতে গিয়ে এক শ্রমিক, মৃত অবস্থায় চিতা বাঘটিকে প্রথমে দেখতে পান। এরপরই অনান‍্য শ্রমিকদের বিষয়টি তিনি জানান। সেই সাথে খবর দেওয়া বন দপ্তরে। কিছুক্ষণ বাদেই বেলাকোবা রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে খবর চাউর হতেই চিতাবাঘ দেখতে এলাকায় ভীড় উপচে পড়ে। মৃত চিতা বাঘটির বয়স আনুমানিক ২-৩ বছর হতে পারে বলে অনুমান বন কর্মীদের। তড়িঘড়ি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। এদিকে স্থানীয়রা আরো জানায়, এর আগে ছাগল, হাস হারিয়ে গেলে আমরা মনে করতাম বাঘে নিয়ে গেছে হয়তো। আর এখানে চিতাবাঘ দেখে মনে হচ্ছে বাড়ির ছাগল হাঁস সত্যিই বাঘে নিয়ে যেত, এতদিনে সচক্ষে বাঘ দেখলাম। ঘটনা প্রসঙ্গে বন দপ্তরের কেউ মুখ খুলতে না চাইলেও, বন দপ্তর সূত্রের খবর, চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বাঘের আসল  মৃত্যুর কারন জানা যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন