সাত সকালে কোথায় ঘটলো ভয়ংকর দুর্ঘটনা, যার ফলে প্রাণ গেল এক চালকের!!
সাত সকালে দুটি ডাম্পারের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ। এর ফলেই মৃত্যু হল একজন ডাম্পার চালকের । গুরুতর জখম আরও এক চালক। বুধবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে গজলডোবার তিস্তা ক্যানাল রোডে করলা নদীর সেতু সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ চাকার একটি ডাম্পার গজলডোবার দিক থেকে শিলিগুড়ি যাচ্ছিল। আরেকটি ১২ চাকার খালি ডাম্পার শিলিগুড়ির দিক থেকে ওদলাবাড়ি ফিরছিল। সেই সময় ক্যানাল রোডে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ চাকার ডাম্পার চালকের। এক পথপ্রদর্শী জানান মৃত চালকের বাড়ি আলিপুরদুয়ারে, এক কোম্পানির গাড়ি চালাতো।গুরুতর জখম অপর ডাম্পার চালককে উদ্ধার করে শিলিগুড়ির ফুলবাড়ীর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, তার বাড়ি চেউলিবাড়ী সংলগ্ন ভোট পাড়ায়। তার অবস্থাও গুরুতর। প্রশ্ন উটছে নানা মহলে অনিয়ন্ত্রিত ডাম্পার চালানোর ফলেই কি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে!!!