একি ঘটনা ঘটালো টাং টিংয়ের টোটো, বড় বিপদ থেকে বেঁচে গেলেন ছাত্ররা!!
ছাত্ররা নামতেই হঠাৎ উল্টে গেল টোটো, ভাগ্যের যেরে বড় দুর্ঘটনা বেঁচে গেলেন ছাত্ররা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নাজুলিতে উল্টে গেল টোটো। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের সামনে। হতাহতের কোন ঘটনা না ঘটলেও। অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন টোটো চালক টাং টিং রায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহডাঙ্গির দিক থেকে একটি টোটো ছাত্র নিয়ে সাহুডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের আসেন। ছাত্রদের স্কুলের সামনে নামিয়ে দেন। সেই সময় রাস্তার পাশে থাকা নয়ানঞ্জুলিতে পরে যায় টোটোটি। অল্পের জন্য রক্ষা পান টোটো চালক। যদিও হতাহতের কোনো খবর নেই। স্থানীয়দের সহযোগিতায় টোটোটিকে উদ্ধার করা হয়।