শিশুর সাথে এমন ঘটলো দুর্ঘটনা, এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে লাগালো আগুন!!! এক ক্লিকে জানুন সব ঘটনাটা!!Such an accident happened with the child, the people of the area got angry and set fire!!! Know all the facts in one click!!
আমবাড়ি ৯ নম্বর কলোনিতে পথ দুর্ঘটনায় চার বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল এলাকা, ঘটনায়স্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিবরণী জানা যায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল।বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় পিকআপ ভ্যানে।সোমবার ঘটনাটি ঘটেছে আমবাড়ি- হাতিমোড় রাজ্য সড়কের আমবাড়ি সংলগ্ন ৯ নম্বর কলোনি এলাকায়।মৃত শিশুর নাম প্রীতিজিৎ ব্যাপারী।পরিস্থিতি সমাল দিতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীরা।
জানা গিয়েছে, হাতিমোড়ের দিক থেকে একটি পিকআপ ভ্যান আমবাড়ির দিকে যাওয়ার সময় ৯ নম্বর কলোনি এলাকায় রাস্তার পাশে থাকা এক শিশুকে ধাক্কা মারে।রাস্তায় ছিটকে পরে শিশুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে গাড়িটিকে দাঁড় করায়।উত্তেজিত জনতা পিকআপ ভ্যানটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।পরিস্থিতি সমাল দিতে গিয়ে দুজন পুলিশ কর্মী আহত হন।বিক্ষুব্ধ জনতা গাড়ির চালককে মারধর করে। গুরুতর আহত হন গাড়ির চালক।তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।