বসন্ত উৎসব উপলক্ষে রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাবের উদ্যোগে রেলি, কচিকাচাদের সাথে আবির খেলায় মাতলেন বিধায়ক Rally organized by Rajganj Sri Sangh Club on the occasion of Basant Utsav.


রাজগঞ্জের  শ্রী সংঘ ক্লাবের উদ্যোগে আজ বসন্ত উৎসব পালন করা হয়। এই উপলক্ষে আজ শ্রী সংঘ ক্লাবের মাঠ থেকে একটি রেলি বের হয়ে রাজগঞ্জ বাজার ঘুরে ক্লাব মাঠে শেষ হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর প্রত্যেক বছরের মত এ বছরও শ্রী সংঘ ক্লাবের বসন্ত উৎসবের মধ্যমণি হিসেবে উপস্থিত হন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিধায়ক কে কাছে পেয়ে এই ক্লাবের সদস্যরা খুশিতে মেতে ওঠেন এবং একে অপরের গালে নানান রঙের আবির লাগিয়ে উদযাপন শুরু হয় বসন্ত উৎসব। এরপর সায়ন্তনী ডান্স একাডেমির পক্ষ থেকে এখানে নিত্য পরিবেশন করা হয়। রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাবের মাঠে বসন্ত উৎসবে হাজির হয়ে বিধায়ক সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা জানান ।

এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অরিন্দম ব্যানার্জি, সত্যম দত্ত ,ভোলা দত্ত,সর্বাণী ধারা,প্রদীপ বোস সহ ক্লাবের সকল সদস্যরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন