সমাজকে ক্রাইম মুক্ত করতে দিল্লি থেকে কি দায়িত্ব পেল রাজগঞ্জের সমাজসেবী, পুরোটা জানুন এক ক্লিকেই!!Rajganj philanthropist got the responsibility from Delhi to free the society from crime, know all in one click!!
ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেসনের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান হলেন রাজগঞ্জ এর সমাজসেবি দেবাশীষ সরদার। দিল্লি থেকে তার নিয়োগপত্র আজ রাজগঞ্জের পানিকৌরী গ্রাম পঞ্চায়েতের দেবেন্দ্র পুরের বাড়িতে এসে পৌঁছায়। এই নিয়োগ পত্র পাওয়ার পর তিনি জানান ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন আমাকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়েছে এতে আমি খুশি। সমাজে ঘটে চলা বিভিন্ন ক্রাইম যাতে কমানো যায় সেই নিয়ে আমরা কাজ করি সারা বছরের । এই দায়িত্ব পাওয়ার পর সেই কাজ আরো বেশি করে করবো আমি। সমাজকে ক্রাইম মুক্ত করে তুলতে আমরা বদ্ধপরিকর ,আগামী দিনে এই কাজ যাতে দ্রুত হচ্ছে করা যায় সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গে।