দরিদ্র ঘরের মেয়ে অঞ্জলি বর্মন ডাক পেল ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে, খুশি পরিবার থেকে প্রতিবেশী!! Poor girl Anjali Burman get call National Cricket Academy!!
ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে উত্তরবঙ্গের দ:দিনাজপুরের মেয়ে অঞ্জলি বর্মন ডাক পাওয়ায় খুশি সমগ্র দিনাজপুর ক্রিকেটপ্রেমী মানুষ। দক্ষিণ দিনাজপুর জেলার অঞ্জলি বর্মন ছোট থেকেই ক্রিকেটের প্রতি তার ঝোক,বাড়িতে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েও বাড়িতে তার ক্রিকেট খেলা চালিয়ে যায়। স্কুলে,পাড়ায় ছেলেদের সাথেই ক্রিকেট খেলত। আর এই খেলায় যে কখন তার নেশায় পরিণত হয়ে যায়। এরপরেই সে ডাক পায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে,অনূর্ধ্ব- ১৫ বিভাগে। হাই পারফরমেন্সের জন্য অঞ্জলি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নির্বাচিত হয়েছে। দরিদ্র পরিবারের অঞ্জলীকে খুব শীঘ্রই অ্যাকাডেমিতে যোগ দিতে বলা হয়েছে।অঞ্জলি খুব শীঘ্রই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দিবে বলে পরিবার সূত্রে জানা গেছে। আর অঞ্জলির এই সাফল্যে খুশি তার পরিবার, প্রতিবেশী থেকে সমগ্র জেলাবাসী।