ফের সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ, চুরি যাওয়া সাইকেল সহ দুজন গ্রেপ্তার।The police of Matigara police station succeeded again, two people were arrested along with the stolen bicycle.
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি:ফের সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ। চুরি যাওয়া বারোটি সাইকেল উদ্ধার করল মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ মার্চ মাটিগাড়া থানার অন্তর্গত ফাঁসিদেওয়া মোড় সংলগ্ন একটি ফাঁকা বাড়ি থেকে সাইকেল চুরির ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।ঘটনার তদন্তে নেমে সন্দেহের ভিত্তিতে তপন বর্মন এবং দীপঙ্কর দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করে দুজনেই, তারা এও স্বীকার করে আগেও নানা ধরনের অপরাধে তারা জড়িত ছিল।এরপর তপন বর্মনের বাড়ি থেকে ১২টি চুরির সাইকেল উদ্ধার হয়।
উদ্ধার হওয়া সাইকেল গুলি থানা সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে চুরি করেছিল তারা।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে মাটিগাড়া থানার পুলিশ।