গরিবের ভগবান রুপে হঠাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী!!The philanthropist suddenly extended a hand of help in the form of Lord of the poor!!
কিডনির জটিল রোগে ভুগছেন রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গি সংলগ্ন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধিকারপল্লীর বাসিন্দা মহম্মদ আলীম।অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।এই পরিস্থিতিতে সাহায্যের আর্জি জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। আর সেই খবর প্রকাশিত হয় উত্তরের সময় ডিজিটাল এ,সেই খবরের জেরে মঙ্গলবার সমাজসেবী দেবাশীষ সরদার এক মাসের খাদ্য সামগ্রী সহ আর্থিক সাহায্য করেন পরিবারটিকে,
জানা গিয়েছে, মহম্মদ আলীম শ্রমিকের কাজ করেন।পরিবারে অসুস্থ বৃদ্ধ মা, স্ত্রী সহ দুই সন্তান রয়েছে। মাস তিনকে আগে অসুস্থ হয়ে পড়েন আলীম।চিকিৎসার করে জানতে পারেন তার দুটি কিডনি খারাপ হয়েছে।চিকিৎসা করতে প্রয়োজন প্রচুর অর্থের।কিভাবে চিকিৎসার অর্থ জোগাড় করবে এই নিয়ে বড় সমস্যায় রয়েছে পরিবারটি। অসহায় যুবকটির সাহায্যের আরজি নিয়ে এই খবর সম্প্রচার করে হামার খবর । সেই খবর দেখে আজ ছুটে জান সমাজসেবী দেবাশীষ সরদার মোহাম্মদ আলীমের বাড়ি। আলীমের হাতে এক বস্তা চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর সাথে কিছু আর্থিক সাহায্য করেন চিকিৎসার জন্য।তার পর দেবাশীষ সরদার জানায় আপনাদের খবরের মাধ্যমে জানতে পারি অধিকার পল্লি গ্রামের আলীম চিকিৎসা করাতে পারছে না অর্থের অভাবে, সেই কারনে পরিবারের সাথে কথা বলে কিছু আর্থিক সাহায্য ও এক মাসের খাদ্য সামগ্রী হাতে তুলে দিলাম। অন্য দিকে আলীম জানায় এক সমাজসেবী আজ বাড়িতে এসে আমার চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী দিয়ে গেল।চিকিৎসা করাতে আরো অর্থের প্রয়োজন। সরকারি ভাবে সাহায্য পেলে চিকিৎসা করাতে সম্ভব হবে।