শিলিগুড়ির তিনবাতি মোড় এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি।A person lost his life in a tragic accident at Tinbati Mor area of Siliguri.
নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি: তিনবাত্তি মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ছুটি আছে ঘটনাস্থলে।
জানা গিয়েছে, এদিন এক ব্যক্তি বাইকে করে তিনবাত্তি মোড় হয়ে গেটবাজারের দিকে যাচ্ছিল। সেইসময় রাস্তার পেছন দিক থেকে আসা একটি ট্রাকের সজোরে ধাক্কা মারে ওই মোটর সাইকেলকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। এক প্রত্যক্ষদর্শী জানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ব্যক্তির। খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।