হোলি উৎসবে মাতোয়ারা সবাই,দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের উদ্যোগে চলছে ট্রাফিক ব্লিংকার লাইট লাগানোর কাজ!!On the occasion of Holi festival, the work of installing traffic blinker lights is going on under the initiative of the traffic police to avoid accidents!!


দোল বা হোলি উৎসবে আনন্দে মাতোয়ারা আট থেকে আসি, আর এই উৎসবের মরশুমে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনাও ঘটছে অনবরত রাজগঞ্জের বিভিন্ন জায়গায়। ফলে  ক্যানেল রোড ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ দুর্ঘটনা প্রবণ এলাকায় ট্রাফিক ব্লিংকার লাইট বসানো হয় যাতে চালকরা দূর থেকেই সচেতন হতে পারে দুর্ঘটনা প্রবন এলাকা থেকে। আজ হোলি উৎসবে যেখানে সবাই আনন্দে মাতোয়ারা সেখানে ট্রাফিক পুলিশের কর্মীরা দুর্ঘটনা এড়াতেই ট্রাফিক পুলিশের বিশেষ ট্রাফিক ব্লিংকার লাইট লাগানো হচ্ছে রাস্তায় রাস্তায়। আজ বলরাম , নাওয়াপাড়া, ক্যানেল মোড় সহ বিভিন্ন এলাকায় ক্যানেল রোড ট্রাফিক গার্ডের ওসি বুদ্ধ তামাং এর নেতৃত্বে চলে এই ট্রাফিক ব্লিংকার লাইট লাগানোর কাজ। এলাকায় দুর্ঘটনা কমাতে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা দীর্ঘ দিন ধরে করে চলেছে কেলেন মোড় ট্রাফিক গার্ডের ওসি বুদ্ধ তামাং এর নেতৃত্বে ট্রাফিক পুলিশ কর্মীরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন