দুর্ঘটনায় মৃত শিশুর বাড়িতে সমবেদনা জানাতে এলেন বিধায়ক The MLA came to the house of the child who died in the accident to express his condolences
দুর্ঘটনায় মৃত শিশুর পরিবারকে সমবেদনা জানাতে এলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বৃহস্পতিবার আমবাড়ি ফালাকাটা সংলগ্ন নয় নম্বর কলোনিতে মৃত শিশুর বাড়িতে। সমবেদনা জানানোর পর বিধায়ক জানান আগামীতে পরিবারের পাশে তিনি থাকবেন । গত সোমবার হোলির দিন এক পিকআপের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় চার বছরের শিশু প্রীতি জিৎ বেপারী। বৃহস্পতিবার বিধায়কের সাথে সমবেদনা জানাতে যান বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিউদ্দিন আহমেদ, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, তুষার কান্তি দত্ত, ভবানী শঙ্কর রায় সহ অন্যান্যরা।