ভোটের প্রচারের ফাঁকেই কচিকাঁচাদের হাতে কি তুলে দিলেন তৃণমূলের নেতৃত্ব!!
আসন্ন লোকসভা নির্বাচনে প্রচারের ফাঁকেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি ১নং অঞ্চলের কামরাঙ্গাগুড়ি মাদ্রাসায় কচিকাঁচাদের হাতে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতারি করার কিছু সামগ্রী দেওয়া হল সোমবার।কচিকাচাদের হাতে ইফতারের সামগ্রী তুলে দেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সভাপতি দেবাশীষ প্রামানিক,জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা মনীষা রায়,জলপাইগুড়ি জেলার কিষান তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল দেবনাথ, এই এলাকার পঞ্চায়েত সদস্য ধীরাজ রায় সহ আরো স্থানীয় নেতৃত্ব।