কেপিপি ও কেপিপিইউ এর যৌথভাবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা KPP and KPPU jointly announced candidates for Jalpaiguri Lok Sabha constituency


 ময়নাগুড়ি, ২৪ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির অধীর পন্থী এবং কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড। মঙ্গলবার ময়নাগুড়ি সুপার মার্কেট এলাকায় একটি বৈঠক করে যৌথভাবে প্রার্থীর নাম ঘোষণা করলেন তারা। এবারের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে দুই দলের সমর্থনে প্রার্থী মনোনীত হয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা, স্কুল শিক্ষক মানবেন্দ্র রায়। জানা গিয়েছে, রবিবার ময়নাগুড়ি সুপার মার্কেট এলাকায় কামতাপুর প্রগ্রেসিভ পার্টি এবং কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঘোষণা করা হয়। আগামী মঙ্গলবার যৌথ ভাবেই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি অধীর চন্দ্র রায়, সহ সভাপতি বুধারু রায়, কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুবল রায়, জেলা কমিটির সভাপতি দুন্দেস্বর রায় সহ প্রমুখ। এদিনের এই প্রার্থী ঘোষণা প্রসঙ্গে দুই দলের সমর্থিত প্রার্থী মানবেন্দ্র রায় বলেন, " আশায় বাঁচে চাষা। আমি জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত। আমরা মঙ্গলবার মনোনয়ন পত্র জমা করবো।"এই বিষয়ে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি অধীর চন্দ্র রায় বলেন, " আমরা আজকে পিপলস পার্টি এবং প্রগ্রেসিভ পার্টি যৌথ ভাবে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষনা করলাম। আমরা জয়ের বিষয়ে আশাবাদী।"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন