প্রচারের ফাঁকেই মৃত শিশুর পরিবারের সাথে কথা বললেন জলপাইগুড়ি আসনের বিজেপির প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়Jalpaiguri Constituency BJP candidate Doctor Jayant Kumar Roy spoke to the family of the dead child during the campaign
নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:প্রচারের ফাঁকেই আমবাড়ী ফালাকাটার নয় নম্বর কলোনির দুর্ঘটনায় মৃত শিশুর পরিবারকে সমবেদনা জানাতে এলেন বিদায়ী সাংসদ ও জলপাইগুড়ি আসনের বিজেপির প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়। শনিবার আমবাড়ি ফালাকাটা সংলগ্ন নয় নম্বর কলোনিতে মৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন তিনি। সমবেদনা জানানোর পর জয়ন্ত বাবু জানান আগামীতে পরিবারের পাশে তিনি থাকবেন আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করবেন। গত সোমবার হোলির দিন এক পিকআপের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় চার বছরের শিশু প্রীতি জিৎ বেপারী। সে নিয়ে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় সেই পিকআপ গাড়িতে। এক সময় এলাকা আরো উত্তেজিত হলে পুলিশের সাথে খন্ড যুদ্ধ হয় জনতার। কয়েকজন পুলিশ আহত হয়, এবং এলাকার চারজন যুবক কে গ্রেফতার করে এলাকার পরিস্থিতি শান্ত করে পুলিশ। এদিন বিদায়ী সাংসদকে কাছে পেয়ে মৃতের পরিবার ও স্থানীয়রা এলাকায় পুলিশি হয়রানি ও ধৃতদের জামিন করার অনুরোধ করেন । বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সাথে সমবেদনা জানাতে যান জলপাইগুড়ির বিজেপি সহ-সভাপতি দিলীপ চৌধুরী,রাজগঞ্জ ব্লক বিজেপির সভাপতি নেতাই মন্ডল, আশিস দে,অর্জুন মন্ডল, বাদল রায় ,মৃগেন রায় , সুশান্ত রায় সহ বিজেপির অনেক কর্মী ও সমর্থক।