বিধায়কের হাত ধরে শতাধিক পরিবার সহ নির্দল পঞ্চায়েত সদস্যার তৃণমূলে প্রত্যাবর্তন
রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত মালিপাড়ার পঞ্চায়েত সদস্যা মাধবী রায় ও তার শতাধিক অনুগামীদের পরিবার নিয়ে বিধায়ক খগেশ্বর রায় এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদান করার পর নির্দল পঞ্চায়েত সদস্যা মাধবী রায় বলেন পঞ্চায়েত নির্বাচনে পরিস্থিতি অন্যরকম ছিল ফলে আমি নির্দলের প্রার্থী হয়ে জিতি, দিদির উন্নয়ন দেখে পুনরায় আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি।
এ বিষয়ে রাজগঞ্জ বিধায়ক বলেন ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ভুল বোঝাবুঝির কারণে নির্দলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল মাধবী রায়। অবশেষে তার ভুল বুঝতে পেরে শুক্রবার আমার বাসভবনে এসে ১০০ টি পরিবার সহ পঞ্চায়েত সদস্যা মাধবি রায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরে। আশা করছি লোকসভা নির্বাচনে ফলাফল অনেকটাই ভালো হবে এর ফলে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতে ।