সাহুডাঙ্গীর বাড়িভাষা সংলগ্ন এলাকায় একই রাতে পর পর কয়েকটি বাড়িতে চুরি, ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়In the area adjacent to Sohudangi, there was a lot of excitement in the area due to the theft of several houses in the same night


এনজেপি থানা অন্তর্গত এলাকায় একই রাতে পরপর বেশকয়েকটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।দীর্ঘদিন ধরেই ঘটছে একের পর এক চুরির ঘটনা।এরপরও নীরব পুলিশ প্রশাসন।উঠছে এমনই অভিযোগ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাষা আটা মিলের কাছে পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।এমনকি সেখান থেকে চুরি যায় সরকারি স্ট্রীট লাইটও।শুক্রবার সকালে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ওই বাড়িগুলি থেকে মোবাইল ফোন, নগদ টাকা, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ।ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, এই ঘটনা প্রথম নয়।এর আগেও একাধিকবার এলাকায় এইভাবে চুরির ঘটনা ঘটেছে।স্থানীয় কিছু যুবক প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছে।পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ করেন তারা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন