লোকসভা ভোটকে সামনে রেখে মান্দাদাড়িতে তৃণমূল কংগ্রেসের বাড়ি বাড়ি গিয়ে প্রচার
১৯ শে জুলাই লোকসভা নির্বাচন, ইতিমধ্যে প্রচারের ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়, ভারতীয় জনতা পার্টির প্রার্থী চূড়ান্ত না হওয়ায় বিজেপির পক্ষ থেকে সেই রকম ভোটের প্রচার চোখে পরছে না এখনো। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটের প্রচার শুরু করে দেওয়া হয়েছে জোরকদমে। কখনো প্রার্থী কে সাথে নিয়ে আবার কখনো তৃণমূলের নেতৃত্বরা নিজেরাই কর্মীদের সাথে নিয়ে প্রচারে ব্যস্ত থাকতে দেখা যায়।
আজ রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের সরস্বতী পূর চা বাগান, ললিতাবাড়ি, শিমুলগুড়ি, গেট বাজার, টাকিমারি গ্রামে বাড়ি গিয়ে ভোটের প্রচার শুরু করেন।
এই প্রচারে উপস্থিত থাকতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি , রণবীর মজুমদার, রুপালী দে সরকার, ললিত রায়, সর্বানি ধারা সহ মান্দাদারি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নেতৃত্বদের অনেকে। প্রচারে বেরিয়ে অরিন্দম ব্যানার্জি জানায় এবার আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের উপর জোর দিয়েছি, কারণ সাধারণ মানুষের সাথে আমরা সারা বছর থাকি।অন্যদিকে রণবীর মজুমদার বলেন তৃণমূলের প্রার্থী বড় মার্জিনে জলপাইগুড়ি আসনে জয়ী হবে বলে আমরা আশাবাদী।বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের খুব সাড়া পাচ্ছি আমরা।