ঢাক ঢোল পিটিয়ে রাজগঞ্জ বাজারে বিজেপি প্রার্থীর জমজমাট প্রচার Crowded campaign of BJP candidate in Rajganj market by beating Dhak dhol
রাজগঞ্জ বাজারে ঢাক ঢোল নিয়ে জলপাইগুড়ি আসনের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় প্রচার সারলেন জোরকদমে। রাজগঞ্জ সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকসভা ভোটের প্রচার করলেও বিজেপির জলপাইগুড়ি আসনের প্রার্থীর নাম ঘোষণা হতে দেরি হওয়ায় আজই প্রথম রাজগঞ্জ ব্লকে ডাক্তার জয়ন্ত রায় প্রচার সারলেন। রাজগঞ্জ বাজারে প্রচার করার সময় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে আলদা উচ্ছ্বাস দেখা যায়। রাজগঞ্জ বাজারে অবস্থিত রাম মন্দির ও মায়ের মন্দিরে বিজেপির প্রার্থী প্রণাম করতে যান।এরপর বাজারে জনসংযোগ করেন। রাজগঞ্জ বাজারে প্রথম দিনের বিজেপির প্রচার বেশ জমজমাট হয়ে ওঠে। বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় ছাড়াও আজ ছিলেন জলপাইগুড়ি জেলার বিজেপির সহ-সভাপতি দিলীপ চৌধুরী, রাজগঞ্জ ব্লক বিজেপির সভাপতি নেতাই মন্ডল, আশিস দে,সুশান্ত রায় ,অর্জুন মন্ডল সহ অসংখ্য বিজেপির কর্মী ও সমর্থক।