বেকারত্ব ও শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবি নিয়ে সিপিআইএম প্রার্থীর প্রচার বেলাকোবায়!CPIM candidate's campaign in Belakoba with the demand to restore unemployment and education system!
রাজগঞ্জের বেলাকোবায় প্রচার সারলেন সিপিআইএমের প্রার্থী দেবরাজ বর্মন। শুক্রবার জলপাইগুড়ি জেলা সিপিআইএমে মনোনীত প্রার্থী দেবরাজ বর্মনকে বেলাকোবা বটতলা মোড় থেকে বেলাকোবা বাজার বাজার পর্যন্ত জনসংযোগ করতে দেখা যায়।
প্রচারে এসে দেবরাজ বর্মণ জানান, প্রচারে এসে সাধারণ মানুষের খুব ভালো সাড়া মিলছে। তার ইতিবাচক সারা দিচ্ছেন। বেকারত্ব, শিক্ষাব্যবস্থাকে বেসকারীকরণ, রাষ্ট্রীয়ত্ত সম্পত্তিকে বেসরকারি করন, গ্রামবাংলায় ১০০ দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধই রয়েছে, তৃণমূলের চুরি ও দুর্নীতি, বিজেপির মানুষকে জাতী ও ধর্মের নামে ভেদাভেদের যে চক্রান্ত। এইসবের বিরুদ্ধে আমাদের এই লড়াই।