
কেপিপি ও কে পি পি ইউ এর যৌথ ঘোষণা মত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী শিক্ষক মানবেন্দ্র নাথ রায় আজ নমিনেশন জমা দিলেন। গত ২০০৯ থেকেই কেপিপি কেন্দ্রীয় সরকারের সমর্থনে ছিল।

এবং কেপিপির ফাউন্ডার সভাপতি স্বর্গীয় অতুল রায় পরবর্তী সময়ে রাজ্য সরকারের সমর্থনে আসে। কেন্দ্র ও রাজ্য সরকার কেপিপিকে প্রতিশ্রুতি দিলেও কামতাপুরি ভাষাকে অষ্টম তপশীল এর অন্তর্ভুক্তি অথবা উত্তরবঙ্গ কে আলদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি ঘোষণা করেনি।

এর ফলেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুই কেপিপি মিলে যৌথভাবে প্রার্থী ঘোষণা করে। আর ঘোষনামত আজ প্রার্থী মানবেন্দ্র নাথ রায় মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়িতে।