কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিশ্রুতি মতো কাজ করেনি ফলে দুই কেপিপি মিলে দিলেন প্রার্থী জলপাইগুড়িতে আসনে The central and state governments did not work as promised, so two KPP combined candidates in Jalpaiguri seat


কেপিপি ও কে পি পি ইউ এর যৌথ ঘোষণা মত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী শিক্ষক মানবেন্দ্র নাথ রায় আজ নমিনেশন জমা দিলেন। গত ২০০৯ থেকেই কেপিপি কেন্দ্রীয় সরকারের সমর্থনে ছিল। এবং কেপিপির ফাউন্ডার সভাপতি স্বর্গীয় অতুল রায় পরবর্তী সময়ে রাজ্য সরকারের সমর্থনে আসে। কেন্দ্র ও রাজ্য সরকার কেপিপিকে প্রতিশ্রুতি দিলেও কামতাপুরি ভাষাকে অষ্টম তপশীল এর অন্তর্ভুক্তি অথবা উত্তরবঙ্গ কে আলদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি ঘোষণা করেনি। এর ফলেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুই কেপিপি মিলে যৌথভাবে প্রার্থী ঘোষণা করে। আর ঘোষনামত আজ প্রার্থী মানবেন্দ্র নাথ রায় মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়িতে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন