সরকারি আইনকে তোয়াক্কা না করেই রেস্টুরেন্ট কাম বার থেকেই বিক্রি হচ্ছে শিলযুক্ত বিলেতি মদ!! Bottled beer and alcohol is being sold from restaurant-cum-bars in defiance of government laws
সরকারি নিয়ম কে পাত্তা না দিয়ে রমরমিয়ে বিক্রি হচ্ছে বিলেতী মদ। সরকারিভাবে অনুমতি দেওয়া হয়েছে বসে খাওয়ার। কিন্তু রমরমিয়ে বারের বাইরে নিয়ে যাওয়ার জন্য বিক্রি করছে বারের মালিক। এই রকম অভিযোগ এলাকার মানুষ ও পঞ্চায়েত সদস্যর।ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটায়। এলাকার মানুষের অভিযোগ যে সরকারি অনুমতি পেয়ে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা অঞ্চল মোড়ে তৈরি হয়েছে চুনি বাবুর আড্ডা কাম বার। সেই বার বন্ধের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল গ্রামের মানুষ। সেই বিলেতী মদের দোকানে ভাঙচুর চালানো হয়েছিল দোকান খোলার পরেই। কিন্তু সরকারি অনুমোদন পাওয়ার ফলে পুনরায় খুলেছে সেই বিলেতি মদের দোকান। কিন্তু সেই দোকানে বসে খাওয়ার অনুমতি থাকলেও বাইরে নিয়ে যাওয়ার জন্য সিল সুদ্ধ বিক্রি হচ্ছে বিলেতি মদ। নিত্যদিন খদ্দের এসে বিল সমেত নিয়ে যাচ্ছে সেই বিলেতি মদ। যা অবৈধ বলে জানিয়েছে আবগারি দপ্তরের আধিকারিক। এই বিশয়ে গ্রামের মানুস জানায় সরকারি অনুমোদন পেয়ে বিলেতি মদের দোকান খুলেছে অঞ্চল মোড়ে। শুনেছিলাম এই মদের দোকানে বসে খাওয়ার নিয়ম রয়েছে কিন্তু বেশ কিছুদিন হলো দেখা যাচ্ছে অবৈধভাবে বাইরে ও বিক্রি হচ্ছে বিলেতি মদ। অবাদে দোকানে প্রবেস করেই নিয়ে যাচ্ছে শিল করা বিলেতী মদের বোতল। এর ফলে পরিবেশ খারাপ হচ্ছে। দোকান খোলার সময় আন্দোলন হয়েছিল বন্ধ করার দাবিতে। কিন্তু সরকার অনুমতি দেওয়ায় সবাই পিছন হাটে। কিন্তু সরকারের নিয়ম অমান্য করছে দোকানের মালিক। তা মেনে নেওয়া যায় না। অন্য দিকে এই বিশয়ে দোকানের মালিক এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে চাইনি। এই বিশয়ে এলাকার পঞ্চায়েত প্রধান সমিজুউদ্দিন আহমেদ জানায় বিশয়টি আমার জানা ছিল না। আপনাদের কাছেই শুনলাম, কি আইন রয়েছে তা দেখা হবে। অনুমতি না থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে এই এলাকাবাসী ও পঞ্চায়েতের স্বামী বাবলু মন্ডল বলেন আমিও শুনেছি মানুষ ওখান থেকে দারু নিয়ে যায় কিন্তু আমার চোখে এখনও পড়েনি,ওটা তো শুনেছি রেস্টুরেন্ট কাম বার ওখানে ভিতরে বসেই খাওয়ার নিয়ম। যদি আইন অনুযায়ী না হয়ে থাকে তাহলে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।