শ্রমিকদের না জানিয়ে মালিক কর্তৃপক্ষ করছিল এই কাজ,শ্রমিকরা একজোট হয়ে করলেন এর প্রতিবা।


নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ: চা বাগানের শ্রমিক  দের না জানিয়ে জেসেবি দিয়ে চা গাছ উঠেয়ে দেওয়াকে কেন্দ্র করে চা বাগান কর্তৃপক্ষের সামনে বিক্ষোভ দেখালো চা শ্রমিকেরা। ঘটনাটি ঘটেছে রবিবার জলপাইগুড়ির জেলার রাজগঞ্জ বিধানসভার সদর ব্লক ২ এর অন্তর্গত বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের মন্থনি সংলগ্ন( জয়পুর) সীতারামপুর চা বাগানের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সিপাই পাড়া এলাকায়। শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে সময়মতো সঠিক টাকা এবং পিএফ ,বোনাস কোন কিছুই দিচ্ছে না মালিক কর্তৃপক্ষ।এর উপর  রবিবার হঠাৎ ই মালিক কর্তৃপক্ষ আমাদেরকে না জানিয়ে চা গাছ উঠিয়ে দিচ্ছে। আমরা এই খবর পেয়েই বাগানে আসি এবং চা গাছ তুলে দেওয়ার কাজ বন্ধ করে দিয়েছি। জানতে পেরেছি চা বাগানটি বিক্রি হয়ে গেছে অন্যত্র তবে কার কাছে বিক্রি হয়েছে তা আমাদের জানা নেই। এই চা বাগানে প্রায় ২০০ জনের  বেশি স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক রয়েছে তারা এখন কি করবে কোথায় কাজ করবে? তা নিয়ে বড় চিন্তায় রয়েছি।অন্যদিকে এই চা বাগানের ম্যানেজার ওম প্রকাশ বাবু জানান বাগানের চা গাছ পুরনো হয়ে গেছে তাই  এই গাছগুলি উঠিয়ে দিয়ে নতুন করে প্লান্টেশন করা হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন