উত্তরবঙ্গের বড় ক্ষতি করে চলে গেলেন এই শিল্পী!!


পরলোকে গমন করলেন উত্তরবঙ্গের স্বনামধন্য যন্ত্রবাদক  ভোলানাথ বর্মন,উত্তরবঙ্গের মাটির গান এখানকার মানুষের ভাবের গান ভাওয়াইয়া গানের যন্ত্র শিল্পী হিসেবে সারা উত্তরবঙ্গে তিনি পরিচিত ছিলেন। বেশ কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে গিয়ে তিনি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি করে  তখনই তাকে হসপিটালে ভর্তি করা হয়। মাঝে কয়েকদিন চিকিৎসা চলাকালীন স্বাস্থ্যের  উন্নতিও হয়। আর আজ ভোর বেলায় তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করলেন। এক বড় ক্ষতি  হয়ে গেল উত্তরবঙ্গের সংস্কৃতি জগতে। ঢোলক থেকে দোতরা সবেতেই ছিলেন এক কথায় ওস্তাদ। তারা হাতের আঙুলে যেন সরস্বতী বিরাজ করত। তার চলে যাওয়ার খবরে সারা উত্তরবঙ্গ জুড়ে সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে আসে । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন