শিলিগুড়ি শিক্ষা উন্নয়ন সোসাইটির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাৎসরিক কালচারাল প্রোগ্রাম।The annual cultural program was held for the first time under the management of Siliguri Education Development Society.
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি:মহাসমারোহে আজ অনুষ্ঠিত হলো শিলিগুড়ি শিক্ষা উন্নয়ন সোসাইটির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বাৎসরিক কালচারাল প্রোগ্রাম। শিলিগুড়ি সংলগ্ন ২২ টি স্কুলের দুই শতাধিক ছোট ছোট ছাত্রছাত্রীরা এই বাৎসরিক কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে। আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিলিগুড়ির সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বলে পরিচিত দীনবন্ধু মঞ্চে। আর এই উপলক্ষে আজ এই মঞ্চে শিক্ষাবিদ, সমাজসেবী, এবং সমাজের অনেক গুণীজন উপস্থিত হন। আজকের অনুষ্ঠানে ছোটদের নাচ গানের পরিবেশনা ছিল দেখার মত। দর্শক আসনে যারা ছিলেন সবাই মনমুগ্ধভাবে উপভোগ করেন এই সাংস্কৃতিক অনুষ্ঠান।বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি এবছর প্রথমবারের মতো হলেও শিলিগুড়ি শিক্ষা উন্নয়ন সোসাইটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। শিলিগুড়ি সংলগ্ন ব্যক্তিগত পরিচালনাধিন প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষার মান উন্নয়ন, শিশুর শিক্ষাদানের উপযুক্ত পরিবেশ, বৈজ্ঞানিক ও আধুনিক উপায়ে শিক্ষাদান সহ নানান বিষয়ে কাজ করে চলেছে উক্ত এই সংগঠন।