আমবাড়ি শক্তি সোপান ক্লাবের বসন্ত উৎসবে আবির খেলায় মাতলেন বিধায়ক Ambari Sakthi Sopan Club's spring festival, MLAs was enthralled by Abir game



রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটার শক্তি সোপান ক্লাবের উদ্যোগে আজ বসন্ত উৎসব পালন করা হয়। আর প্রত্যেক বছরের মত এ বছরও শ্রী সংঘ ক্লাবের বসন্ত উৎসবের মধ্যমণি হিসেবে উপস্থিত হন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,
বিধায়ক কে কাছে পেয়ে এই ক্লাবের সদস্যরা খুশিতে মেতে ওঠেন এবং একে অপরের গালে নানান রঙের আবির লাগিয়ে উদযাপন শুরু হয় বসন্ত উৎসবের। এরপর নাচে গানে ভরে ওঠে শক্তি সোপান ক্লাবের মাঠ। শক্তি সোপান ক্লাবের মাঠে বসন্ত উৎসবে হাজির হয়ে বিধায়ক সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা জানান।

এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য তুষার কান্তি দত্ত, বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান  সমিজউদ্দিন আহমেদ, বিজয় দাস, আমবারি ফাঁড়ির ওসি হিরু সরকার সহ ক্লাবের সকল সদস্যরা।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন